বাল্যবিবাহের অপরাধে কাজির কারাদন্ড

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের নিকাহ রেজিস্টার (কাজি) আব্দুস সালাম সরকারকে বাল্যবিবাহের অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়, বিলডোরা ইউনিয়নের দাড়িয়াকান্দা গ্রামের কেরামত আলীর নাবালিকা কন্যা ও বিলডোরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষার্থী শাপলা এর সাথে বুধবার রাতে নিজ বাড়িতে ধোবাউড়া থানার গোস্থাবলী গ্রামের আজমত আলীর পুত্র রাসেল মিয়ার কাবিন নামা সম্পন্ন করেন ওই কাজী।। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপস্নব কুমার বিশ্বাসের নেতৃত্বে ওই কাজিকে আটক করা হয়। পরে উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ওই কাজিকে বাল্যবিবাহের অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এ সময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সাইফুল উপস্থিত ছিলেন।