পেকুয়ায় শিক্ষকের বেতের আঘাতে ছাত্রী আহত

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের পেকুয়ায় শিক্ষকের বেধড়ক লাঠির আঘাতে আহত হয়েছে আকলিমা সুলতানা নামে এক স্কুলছাত্রী। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া জুনিয়র হাইস্কুলে এ ঘটনা ঘটে। আকলিমা ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ও চর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। অভিযুক্ত আরফাতুল ইসলাম ওই স্কুলের শিক্ষক ও ঠান্ডার পাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে। আহত ছাত্রীর চাচা মো. কাইয়ুম বলেন, তার বড় ভাইয়ের মেয়েকে অহেতুক বেত্রাঘাত করেছে স্কুলের শিক্ষক আরফাত। শিক্ষার্থীকে মারধরের বিষয়ে জানতে চাইলে শিক্ষক আরফাতুল ইসলাম বলেন, ছাত্রীটি বেয়াদবি করায় মারধর করা হয়েছে। পূর্ব উজানটিয়া জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, ঘটনার সময় তিনি পরীক্ষার হলে ডিউটির জন্য পেকুয়া ছিলাম। পরে মারধরে আঘাতের ছবি দেখেছেন। এছাড়া ওই ছাত্রীর পরিবার থেকে বিষয়টি তাকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীসহ পরিবারের লোকজন তাকে বিষয়টি জানিয়েছে। স্কুলের পক্ষ থেকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।