জাতীয় বিপস্নব ও সংহতি দিবস পালন

বিভিন্ন স্থানে আলোচনা কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুর জেলা বিএনপির কর্মসূচি -যাযাদি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় জাতীয় বিপস্নব ও সংহতি দিবস পালন করা হয়েছে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: জামালপুর: জামালপুরে জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্‌ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা আনিসুর রহমান বিপস্নব, গোলাম রব্বানী, রুহুল আমিন মিলন, আহসানুজ্জামান রুমেল, সজিব খান প্রমুখ। এ সময় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রম্নত কারামুক্তির দাবি জানান। বাগেরহাট : বাগেরহাটে জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের সম্মেলনী স্কুল রোডের বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম। বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, সহসভাপতি একেন্দার হোসেন, সাগঠনিক সম্পাদক শেখ মোজ্জাফর রহমান আলম, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান খান সবুজ প্রমুখ। বিরল (দিনাজপুর): দিনাজপুরের বিরলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপস্নব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল। দিবসটি উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কোরআন খানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আশাদুল হক হিরার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সহসভাপতি জিন্নাত আরা আহমেদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপি নেতা রবিউল গণি, বিরল পৌর বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপি নেতা ও সাবেক ভিপি হামিদুর রহমান, আবু নাছার প্রধান, মোশারফ হোসেন, কামরুজ্জামান, ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, শ্রমিকদলের সভাপতি একরামুল হক চুন্নু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহজাহান আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, হাবিবুর রহমান, জাহাঙ্গির, তাঁতী দলনেতা লিয়াকত আলী, আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া: বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপস্নব ও সংহতি দিবস পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদিন চাঁন প্রমুখ। সাঁথিয়া (পাবনা): পাবনার সাঁথিয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপস্নব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় পৌর বিএনপি দলীয় কার্যালয়ে সাবেক পৌর বিএনপির সভাপতি আলহাজ সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে ও শামসুজ্জামান নান্নুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান। বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী রাফিকুল ইসলাম, ফজলুল বারী, ফজলুর রহমান, মশিউর রহমান টিপু, আফছার আলী, আজিম উদ্দিন, সিরাজুল ইসলাম বন্দে, সাইফুল ইসলাম, আক্তারুজ্জামান খোকন, হারুনুর মজনু, মাসুদুর রহমান, আশিক ইকবাল রাসেল, ইলিয়াস আহমেদ মলিস্নক, শাহীন মলিস্নক, মনসুর আলম, ছাত্রনেতা শাহীন আলম, সাইদ, আজিজুল, রিহান প্রমুখ। বাজিতপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় শিমুল কমপেস্নক্সে জাতীয় বিপস্নব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ডা. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট জিলস্নুর রহমান, বাবু তাপস সাহা অপু, অ্যাডভোকেট ফয়সাল, অ্যাডভোকেট সাজ্জাতুল হক সাজ্জাত, আতিকুল ইসলাম, যুবদল নেতা আনিছুজ্জামান মোহন মেম্বার। ঝিনাইদহ : ঝিনাইদহে জাতীয় বিপস্নব ও সংহতি দিবস পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এসএম মশিউর রহমান, সদস্যসচিব এমএ মজিদসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে জাতীয় বিপস্নব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মো. আ. সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সরকার, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবিন, সাবেক সহসভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সাবেক কমিশনার মো. শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আ. মান্নান প্রমুখ।