সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অভিভাবক সমাবেশ ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ও বিইপি কর্মসূচি, ব্র্যাক ময়মনসিংহ-এর আয়োজনে নারী ও শিশুর প্রতি নির্যাতন, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে ফুলবাড়ীয়ার আমতলীতে বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুপ্রকের সহ-সভাপতি মো. হযরত আলী'র সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার। ফেনসিডিল উদ্ধার বেনাপোল প্রতিনিধি শার্শা সীমান্ত থেকে ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে শার্শার শিকারপুর সীমান্ত থেকে ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। প্রতিবাদ সভা খুলনা অফিস খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও স্থানীয় সময়ের খবর পত্রিকার সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং রিপোর্টার নূর ইসলাম রকি ও স্থানীয় খুলনা টাইমস্‌ সম্পাদক সুমন আহমেদসহ খুলনার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম হাবিব। মতবিনিময় সভা চারঘাট (রাজশাহী) সংবাদদাতা রাজশাহীর চারঘাটে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টেকনিক্যাল ম্যানেজার জিজেডি ব্র্যাক মেহেদী হাসান-এর সঞ্চালনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা আনিসুর রহমান। বৃত্তি পরীক্ষা তিতাস (কুমিলস্না) সংবাদদাতা কুমিলস্নার তিতাসের গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কুমিলস্না পশ্চিম জেলা শাখার উদ্যোগে শুক্রবার নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। জেলার পশ্চিম অঞ্চলের ৪টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৬শ' শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কুমিলস্না পশ্চিম জেলা শাখার সভাপতি আবু ইউসুফ মুন্সি, উপদেষ্টা মো. শাহ আলম। শিক্ষার্থীদের পুনর্মিলনী ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকের্ যালি বের করা হয়।র্ যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সংগঠনের আহ্বায়ক কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা কলেজের অধ্যক্ষ মহব্বত হোসেন, নরসিংদীর যুগ্ম জজ সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। বর্ধিত সভা হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভাটি চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মোজাফ্‌ফর আহম্মেদ। কাপড় বিতরণ ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিদেশে কর্মরতদের সংগঠন রোয়াইল ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে শুক্রবার খরাড়চর স্কুল মাঠে কয়েকটি মাদ্রাসার এতিম ও দরিদ্র ছাত্রদের মাঝে পাঞ্জাবি-পাজামা বিতরণ করা হয়েছে। এ সময় সংগঠনটির সভাপতি ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. এমএ মান্নান, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। হেলথ ক্যাম্প চারঘাট (রাজশাহী) সংবাদদাতা ২০১৮-১৯ অর্থ বছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় চারঘাটে বৃহস্পতিবার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাশিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা আনিসুর রহমান। ছাগল বিতরণ চাটমোহর (পাবনা) সংবাদদাতা পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় দরিদ্র প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংগঠন জনহিতৈষী সংস্থার কার্যালয়ে ২৩ জন প্রতিবন্ধীর মধ্যে এই ছাগল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবু তায়েব, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছি। অব্যাহতি প্রদান বরিশাল অফিস বরিশাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাকে মহানগর আওয়ামী লীগের সদস্য পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জাননো হয়। বার্ষিক প্রতিযোগিতা গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন সিসিবিভিওর সভাপতি মো. মোজাম্মেল হক। আহত ৫ আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে হারুন মিয়া ও গিয়াস উদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আসামি গ্রেপ্তার আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। সনদ বিতরণ স্টাফ রিপোর্টার, রাজবাড়ী রাজবাড়ীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বিকালে সনদ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। বার্ষিক সম্মেলন মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের মেলান্দহে ঘোষেরপাডা ইউনিয়নের ১ ও ৫নং ওয়ার্ড় যুবলীগের বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোবাশ্‌শীর হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমানের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড মো. রাশেদুল ইসলাম খোকন। উঠানবৈঠক জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী তথ্য কেন্দ্রের উঠানবৈঠক পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মাহ্‌ফুজুল আলম মাসুম। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার প্রমুখ। জ্যাকেট বিতরণ স্টাফ রিপোর্টার, রাজবাড়ী রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর পারে অবস্থিত মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে লাইফ জ্যাকেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই জ্যাকেট প্রদান করা হয়। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। স্মারক প্রদান টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা টঙ্গীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বিশিষ্ট শিল্পপতি লরেলস ফ্যাশন লি. ও টি জে সুয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মো. সোলায়মান মিয়াকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর গাজীপুরা এলাকায় টি জে সুয়েটার্স লিমিটেডের এমডি শামীম ইশতিয়াকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন টি জে সুয়েটার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আবু শাহীন, টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক, ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন প্রমুখ। বৃদ্ধের মৃতু্য জামালপুর প্রতিনিধি জামালপুর শহরের শেকেরভিটা রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উচ্ছেদ অভিযান কালাই (জয়পুরহাট) সংবাদদাতা জয়পুরহাটের কালাইয়ে শহরের সৌন্দর্য রক্ষায় রাস্তার দুই পাশের গাছপালা, ল্যাম্পপোস্ট, ওয়ালসহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে লাগানো বিলবোর্ড ও ব্যানার উচ্ছেদ অভিযান করা হয়। শুক্রবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবরক হোসেন। ভিত্তিপ্রস্তর স্থাপন সোনাগাজী (ফেনী) সংবাদদাতা ফেনীর সোনাগাজী উপজেলার ৩নং ইউনিয়নের বখতার মুন্সি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। ইউনিয়ন ভূমি অফিস মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী। উপকরণ বিতরণ আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নে রাবেয়া খাতুন পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ। আকছির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা সুজানগর (পাবনা) সংবাদদাতা পাবনার সুজানগরে পদ্মা সংগীত একাডেমির চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কংকনা আর্ট অ্যান্ড হ্যান্ড রাইটিং স্কুলের আয়োজনে পদ্মা সংগীত একাডেমির সভাপতি জয়ন্ত কুমার কুন্ডুর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জ প্রতিনিধি কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জ থেকে নিয়মিত প্রকাশিত ও বস্তুনিষ্ঠ জেলার সব সংবাদে সমৃদ্ধ মুকসুদপুরে পাক্ষিক মুকসুদপুর সংবাদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মহাম্মদ ফারুক খান এমপি। সম্মেলন অনুষ্ঠিত মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. হারুন অর রশিদ। মিট দ্য ইউএনও সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মিট দ্য ইউএনও কার্যক্রম শুক্রবার শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল চন্দ্র শীল, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা। দোয়া মাহফিল টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা টঙ্গীতে আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আব্দুর রশিদ ভূঁইয়ার ৬ষ্ঠ মৃতু্যবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়ার সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ মো: শহীদ উলস্না মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজিত সরাইল অন্নদা সরকারি স্কুল মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সদস্য শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান। দিনমজুরের মৃতু্য কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার কেন্দুয়া কাঁঠাল গাছের ডাল কাটতে গিয়ে আব্দুল হামিদ (৫০) নামে এক দিনমজুরের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের রাজাইল গ্রামের আব্দুল খালেক তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ একই গ্রামের মৃত ঈসমাইল মিয়ার ছেলে। খাদ্য বিতরণ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শহিদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কাপড় ও খাদ্যসামগ্রী শুক্রবার বিতরণ করা হয়েছে। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা রিয়াজুল করিমের সভাপতিত্বে ও শহিদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের সভাপতি মাজারুল পাঠান রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল-হোসাইন। টুর্নামেন্ট উদ্বোধন কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে ভোরের পাখি ফুটবল ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকালে পেশাদার লিগ ফুটবল টুর্নামেন্ট '১৯ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ইউএনও সোহেল মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আকতারুজ্জামান মিঠু। প্রস্তুতি সভা মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মির্জাগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ঘূর্ণিঝড় 'বুলবুল' এর মোকাবিলায় প্রস্তুতি সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে জনসাধারণকে সতর্ক করার লক্ষ্যে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া উপজেলার সকল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে ইউএনও মো. সরোয়ার হোসেন জানিয়েছেন। আলোচনা সভা বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের বাসভবনে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। আনন্দর্ যালি মতলব (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের মতলব উত্তরে জশনে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বিশাল আনন্দর্ যালি ও তাফসিরুল কোরআন মাহফিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মতলব-উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটি গঠন আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুধীর বাড়ৈর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সেমিনার অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার, নোয়াখালী নোয়াখালীতে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের অংশগ্রহণে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নোয়াখালী পৌরসভার মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেশন হলে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আর্থিক সহায়তায় সেমিনারটি আয়োজন করা হয়। জেলা প্রশাসক তন্ময় দাস সেমিনারটি উদ্বোধন করেন। শুভেচ্ছা মিছিল বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে গতকাল শুক্রবার বিকাল ৫টায় মাইজ ভান্ডারী পীর পুরানগাঁও মাওলানা মহসীন হোসাইনি ভান্ডারী, যুবলীগ নেতা মো. কবির হোসেনের নেতৃত্বে আহলে সুন্নাতুল জামাতের ১২ই রবিউল আওয়ালের বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বীজ বিতরণ ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জামালপুরের ইসলামপুর প্রান্তিক কৃষকের মধ্যে সরিষাবীজ ও ভুট্টাবীজ বিতরণ করা হয়েছে। উপজেলার উত্তর সিরাজাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে প্রায় ১ হাজার কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল।