খুলনা পলিটেকনিকের কোষাধ্যক্ষের ৫ বছরের কারাদন্ড

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

খুলনা অফিস
অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ আইয়ুব আলী খানকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩৯ লাখ ৪১ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। বিশেষ জজ আদালতের পিপি শেখ লুৎফুল কবির জানান, ২০১৩ সালে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অবস্থায় ৩৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৩ সালের ৩০ ডিসেম্বর আইয়ুব আলী খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন পলিটেকনিকের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।