ফরিদগঞ্জে উঠতি ফসলের ক্ষতি

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
গত দুই দিনের ঘূর্ণিঝড় বুলবুলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও শীতকালীন শাকসবজি, রোপা আমন ও সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় হাওয়ার কারণে গাছপালা পড়ে বেশ কিছু বসত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশিক মাহমুদ জামিল জানান, ঘূর্ণিঝড় বুলবুলের ঝড় হাওয়া ও ভারী বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায়, উঠতি শীতকাল শাকসবজি ১৬০ হেক্টর, রোপা আমন ধান ১৩৫ হেক্টর ও সরিষা ১৬ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ের তান্ডব হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান পরিদর্শন করেন।