ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ ১৩ জেলে

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, ভোলা ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মেঘনা নদীতে ২৪ জেলে নিয়ে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারের নিখোঁজ ১৩ জেলের এখনো সন্ধ্যান পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলায়। বোরবার দুপুরে চরফ্যাশনের আব্দুলস্নাহপুর ইউনিয়নের তোফায়েল মাঝির একটি মাছ ধরার ট্রলার ২৪ জেলে নিয়ে চাঁদপুরে মাছ বিক্রি করে চরফ্যাশনে ফেরার পথে মেঘনা নদীর ভোলা-বরিশাল সীমান্তবর্তী এলাকার রোকনদীতে ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১০ জেলেকে জীবিত ও এক জেলের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এর পর থেকে বাকি ১৩ জেলের সন্ধানে নদীতে অভিযান চালায় কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। ভোলায় ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় বরিশাল থেকে ডুবুরি আনা হয়। তারা মেঘনা নদীর ভোলা-বরিশাল সীমান্তবর্তী এলাকা রোকনদীসহ ভোলার ইলিশা ও রাজাপুর পয়েন্টে তাদের উদ্ধারে অভিযান চালায়। সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত নিখোঁজ জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে নৌপুলিশ ও কোস্টগার্ড। ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন চন্দ্র শীল জানান, রোববার দুপুরে ট্রলারটি ডুবে যাওয়ার পর মাঝিসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এবং মোরশেদ নামের আরও এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু ট্রলারটিতে থাকা বাকি জেলেদের উদ্ধারে গতকাল থেকেই বিরতিহীনভাবে কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু তার পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।