ঝালকাঠিতে ৪০ ঘণ্টা বিদু্যৎ মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কোনো প্রাণহানি না ঘটলেও আমন ধান, সড়ক, কাঁচা ঘরবাড়ি ও মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদু্যৎ ও মুঠোফোন যোগাযোগ ব্যবস্থা। প্রায় ৪০ ঘণ্টা বিদু্যৎবিহীন থাকার পর সোমবার দুপুর ১২টার দিকে স্বাভাবিক হয় বিদু্যতের সরবরাহ। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার রাত ৯টা থেকে ঝালকাঠি সদরসহ উপজেলাগুলোতে বিদু্যৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ৪০ ঘণ্টা বিদু্যৎ ও মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকে ঝালকাঠি। সোমবার দুপুর ১২টার দিকে বিদু্যৎ আসার সঙ্গে সঙ্গে মোবাইল নেটওয়ার্কও চালু হয়। তবে বিকেল সোয়া ৩টা পর্যন্ত জেলার রাজাপুর, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলায় বিদু্যৎ সরবরাহ চালু করা যায়নি। ঝালকাঠি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, বুলবুলের প্রভাবে জেলার ৭টি বৈদু্যতিক খুঁটি ভেঙে পড়ার পাশাপাশি হেলে পড়েছে ২০টি খুঁটি। এছাড়াও ঝালকাঠি-বরিশাল ৩৩ কেভি বিদু্যতের প্রধান লাইনের উপর গাছ পড়ে তার ছিড়ে যায়। এই ক্ষতি কাটিয়ে উঠতে কাজ শুরু হয়েছে। ঝালকাঠি সদরে বিদু্যৎ সরবরাহ সম্ভব হয়েছে। কাঁঠালিয়ায়ও দ্রম্নত বিদু্যৎ চালু হবে। জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, জেলার সার্বিক ক্ষয়ক্ষতির একটি তালিকা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়াও আলাদা করে ঘরবাড়ি, কৃষি ও মৎস্য বিভাগের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের জন্য মন্ত্রণালয় থেকে নগদ অর্থ ও ত্রাণের বরাদ্দ পাওয়া গেছে। তালিকা তৈরির কাজ শেষ হলেই বরাদ্দ দেওয়া শুরু হবে।