বরিশালে জমির ফসল পানিতে নিমজ্জিত

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বরিশাল অফিস ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরিশালে লক্ষাধিক হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি কৃষি অধিদপ্তর। সোমবার সকালে কৃষি অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের দেয়া তথ্যানুযায়ী, এ বছর জেলার দশ উপজেলায় ১ লাখ ৩৩ হাজার ৭৪২ হেক্টর জমিতে ফসল আবাদ হয়েছে। যার মধ্যে ১ লাখ ৫ হাজার ২৭০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। জেলা কৃষি অফিসে দেয়া তথ্যানুযায়ী, শুধু আমন ধান রোপণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৩ হেক্টর জমিতে। আর বন্যার পানিতে তলিয়ে গেছে ১ লাখ হেক্টর জমির ধান। জেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক রাশেদ হাসনাত জানান, ক্ষতির পরিমাণ নির্ণয় করতে দুই-এক দিন সময় লাগবে।