চাঁদপুরে তিন শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি -যাযাদি
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে তিন শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হাইমচর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে দুই দিন ধরে পুরো এলাকা বিদু্যৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া ঝড়ে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর, রাজরাজেশ্বর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে বসতঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে সোমবার সকালে হাইমচর উপজেলার ছোট লক্ষ্ণীপুর, মহজমপুর, তেলিরমোড়, থানা রোড, আলগী উত্তরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড়ে বসতঘরের উপর আছড়ে পড়া গাছ সরাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার। বিভিন্ন স্থানে পড়ে থাকা গাছপালা কেটে সরানো হচ্ছে। এছাড়া যেসব স্থানে বৈদু্যতিক তার ছিঁড়ে পড়ে রয়েছে, তা ঠিক করা হচ্ছে। হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী জানান, গত রোববার বিকালে চাঁদপুরের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় বুলবুল। বাতাসের প্রচন্ড গতিবেগে হাইমচর উপজেলা সদরসহ বিভিন্ন চরাঞ্চলে বসবাসকারী লোকজন ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে গাছপালা ভেঙে পড়ে অন্তত দুই শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে বসতঘরের চালা ও বেড়া উড়ে যায়। নুর হোসেন জানান, ঝড়ে গত শনিবার ও রোববার বিভিন্ন স্থানে বৈদু্যতিক লাইনের উপর গাছ পড়ে। এতে পুরো হাইমচর উপজেলা বিদু্যৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি বলেন, যেসব স্থানে বৈদু্যতিক তারের উপর গাছ পড়েছে, সেসব জায়গায় রোববার থেকেই কাজ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে পড়ে থাকা গাছপালা সরানোর পর বিদু্যৎ সরবরাহ স্বাভাবিক হবে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ইতোমধ্যে শুকনো খাবার বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রয়েছে। এছাড়া যাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে সহযোগিতা করা হবে।