চোরাচালানিদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি ৪০ পরিবার রাবার বাগান নামক এলাকায় বিজিবির নিয়মিত টহল দলের ওপর ইয়াবা চোরাচালানিদের অতর্কিত গুলিতে বিজিবির ২ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে সীমান্ত পিলার ৩৫ ও ৩৬-এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ২ বিজিবি সদস্যরা হলেন- সিপাহি ফরিদ উদ্দিন (৩৪) ও সিপাহি মৃতু্যঞ্জয় (২৪)। বিজিবি সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বাইশফাঁড়ি বিজিবি ক্যাম্প থেকে হাবিলদার আব্দুল লতিফের নেতৃত্বে সীমান্তে নিয়মিত টহল দেয়ার সময় চোরাকারবারিরা সামনে পড়ে গেলে বিজিরি ওপর অতর্কিত গুলি চালায় তারা। ওই সময় ২ জন বিজিবি সদস্যের পায়ে গুলি লাগে। এরপর পরই পুলিশ ও বিজিবির সদস্যরা টহল জোরদার করে এবং ঘটনাস্থল থেকে বিজিবির ২ সদস্যকে উদ্ধার করে সিপাহি ফরিদ উদ্দিনকে চট্টগ্রাম সেনানিবাস সামরিক হাসপাতাল ও সিপাহি মৃতু্যঞ্জয়কে রামু সেনানিবাস সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবির ওপর অতর্কিত চোরাকারবারিদের গুলির ঘটনায় স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার রিজিওয়ান কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান পিএসসি জানান, বিজিবির নিয়মিত টহলের ওপর ইয়াবা চোরাকারবারিদের গুলিতে ২ জন বিজিবি সদস্য আহত হয়। চোরাকারবারিদের ধরতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।