স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক নেতারা এক মঞ্চে

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রংপুর প্রতিনিধি রংপুরে স্বৈরাচার ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের সাবেক ছাত্র নেতারা এক মঞ্চে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে নগরীর কাচারী বাজার চত্বরে তারা জাতীয় পার্টির মহাসচিব মশিউর রাঙ্গা কর্তৃক স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নুর হোসেনকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে। জানা গেছে, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা বর্তমানে আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক পার্টি, বিভক্ত জাসদ, বাসদের সাথে জড়িত রয়েছেন। কয়েকজন দলীয় রাজনীতির সাথে জড়িত না থাকলেও সরকারি বেসরকারি বিভিন্ন পদে রয়েছেন। ওই সময় তারা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিপস্নবী ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাথে সম্পৃক্ত ছিলেন। মানবববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সাফিয়ার রহমান সফি, তুষার কান্তি মন্ডল, বিএনপির শহিদুল ইসলাম মিজু, আনিছুর রহমান লাকু, মোস্তাফিজার রহমান মোস্তফা, জাসদের খন্দকার শহিদুর রহমান খুররম, গৌতম কুমার রায়, ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম লিটন, বাসদের আব্দুল কুদ্দুস, আবুল কালাম আজাদ, ডা. সৈয়দ মামুনুর রহমান মামুন, শিক্ষক সফিয়ার রহমান, সাংবাদিক আবেদুল হাফিজ, রফিক সরকার, প্রজন্ম একাত্তরের দেবদাস ঘোষ দেবু প্রমুখ। বক্তারা বলেন, শহীদ নুর হোসেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক। তাকে নিয়ে কেউ কুটুক্তি করলে ছাড় দেওয়া হবে না। রাঙ্গাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তার সংসদ সদস্য পদ বাতিলের আহ্বান জানান সাবেক ছাত্র নেতারা।