সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শপথ গ্রহণ সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার বিকালে উপজেলার বড্ডাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষে দেশীয় অস্ত্র সমর্পণ ও শান্তির পক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের উদ্যোগে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ওসি সাহাদাত হোসেন টিটো। দোয়া মাহফিল রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা লক্ষ্ণীপুরের রামগঞ্জে স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মো. শাহজাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও মুনতাসীন জাহান, শিক্ষা অফিসার মো. দৌলতর রহমান। আলোচনা সভা স্টাফ রিপোর্টার, রাজবাড়ী রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নারীর সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধিকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিক মলিস্নকা খাতুন, জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভা শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের শাহরাস্তিতে আওয়ামী লীগ সূচিপাড়া উত্তর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আ'লীগের সদস্য ও শাহ্‌রাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ। যুবক আটক দৌলতখান (ভোলা) সংবাদদাতা ভোলার দৌলতখানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মমিন (২৩) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে পৌরসভার স্স্নুইস-গেইট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মমিন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সেলিমের ছেলে। চাল জব্দ কালাই (জয়পুরহাট) সংবাদদাতা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজারের পোস্ট অফিসসংলগ্ন ইউনিয়ন পরিষদের গুদাম ঘরের পাশ থেকে সরকারের খাদ্য-বান্ধব কর্মসূচির ৬৪ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ইউএনও মো. মোবারক হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় এ চাল জব্দ করা হয়। কম্বল বিতরণ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে থানা ঘাটস্থ বঙ্গবন্ধু আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডি সার্কেল) মো. আসাদুজ্জামান সোহাগ, ওসি এমদুধুল হক শেখ। মাদকসহ গ্রেপ্তার দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা চুয়াডাঙ্গার দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর ও কুড়ুলগাছির গ্রাম হতে গাঁজাসহ ডালিম (৩৪) ও মহিরুল (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে থানার এস আই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। বিদায় সম্বর্ধনা কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের কাপাসিয়া ১০৩ নং পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক শাকিল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মোড়ল, পাবুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রায়হান উদ্দিন। উপকরণ বিতরণ মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর মহাদেবপুরে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, আলী রিয়াজ, এসডি এগ্রোভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহিনুর আলম শাহিন, উপসহকারী কৃষি কর্মকর্তা ওসমান আলী প্রমুখ।