চৌহালীতে যমুনার ভাঙনে বিলীন তিন গ্রাম

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা অসময়ে যমুনার ভাঙন দেখা দিয়েছে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া হিজুলিয়া ও খাষপুখুরিয়ার ইউনিয়নের কাঁঠালিয়া চরের ৩টি গ্রাম নদীর ভাঙনে বিলীন হচ্ছে। শুকনো মৌসুমে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তা, মসজিদ ও হুমকির মুখে ঘুশুরিয়া স.প্রা.বি., হিজুলিয়া স.প্রা.বি., হিজুলিয়া জামে মসজিদ ঘুশুরিয়া বাজার ও জামে মসজিদ ও ঘুশুরিয়া মোলস্না পাড়া জামে মসজিদ। তাছাড়াও বিলীন হয়েছে ঘুশুরিয়া বাজার ও নৌঘাট। এখনো ভাঙন রোধে কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। দুই সপ্তাহে নদীগর্ভে চলে গেছে চিনাবাদাম, মাসকলাই, সরিষাসহ কয়েক হেক্টর ফসলি জমি। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষক ইতিউলস্নাহ, আব্বাস আলী, বাদাম মাসকালাই গাছ নিজের ভাগ্যকে হাত দিয়ে টেনে তুলছে। ঘুশুরিয়া বাজারের সভাপতি মো. সেলিম মোলস্না জানান, শুষ্ক মৌসুমে যমুনা নদীর এমন ভাঙন এলাকাবাসী আগে কখনও দেখেনি। দুর্গত মানুষের আহাজারি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং সরকারি দপ্তরে পৌঁছে না। কর্তৃপক্ষ ধরেই নিয়েছে, বর্ষা মৌসুম ছাড়া অন্য সময় নদী ভাঙে না। আশরাফ মেম্বার ও কাঁঠালিয়া চরের আবুল কাসেম মেম্বার ও সাইফুল ইসলাম জানান, ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ার কারণে কৃষকরা দিন দিন নিঃস্ব হচ্ছে। বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাহ্‌হার সিদ্দিকী জানান, নদী শুকিয়ে ছোট-বড় চরের সৃষ্টি হয়েছে ও অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলোনের কারণেই অসময়ে নদী ভফুন দেখা দিয়েছে।