সীতাকুন্ডে লাম্পি স্কিনে ২৫ হাজার গরু আক্রান্ত

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রামের সীতাকুন্ডের একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে নতুন করে আরও ২৫ হাজার গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। প্রথমদিকে প্রায় দেড় হাজার গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হলেও এখনো কোনো সঠিক চিকিৎসা না থাকায় প্রতিদিন বাড়ছে এই রোগে আক্রান্ত গরুর সংখ্যা। অন্যদিকে এই রোগের সুনির্দিষ্ট কোনো ওষুধ এখনো তৈরি না হওয়ায় প্রাণিসম্পদ কর্মকর্তারাও পড়েছেন বিপাকে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, মোট ১০৬টি খামারসহ উপজেলার কৃষকপর্যায়ে ৯৬ হাজার গরুর মধ্যে প্রথমদিকে দেড় হাজার গরু এই রোগে আক্রান্ত হয়েছে। তবে রোগ-প্রতিরোধে সঠিক কোনো চিকিৎসা না থাকায় এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার গরু এই রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত গরুর প্রথমে জ্বর ও শরীরের বিভিন্ন জায়গার চামড়া পিন্ড আকার ধারণ করে, লোম উঠে যায় এবং ক্ষতের সৃষ্টি হলেও উপজেলায় এখনো কোনো আক্রান্ত গরু মারা যায়নি। জানতে চাইলে উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বিরল এই রোগের সঠিক প্রতিষেধক না থাকায় আক্রান্ত গরুকে পুরোপুরি সারিয়ে তোলা যাচ্ছে না। তবে আক্রান্ত গরুর রোগ যাতে দ্বিতীয় ধাপে না যায়, সে জন্য চিকিৎসা দেয়া হচ্ছে। উপজেলায় এ পর্যন্ত প্রায় ২৫ হাজার গরু লাম্পি স্কিনে আক্রান্ত হয়েছে। মশা-মাছি, লালা ও দুধের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে। মশা বা মাছি আক্রান্ত একটি গরুকে কামড়ানোর পর সুস্থ গরুকে কামড়ালে ওই গরুটিও আক্রান্ত হয়।