খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫ বস্তা চাল জব্দ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের হালুয়াঘাটে পরিত্যক্ত অবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫ বস্তা চাল জব্দ করেছে হালুয়াঘাট থানা পুলিশ। জানা যায়, হালুয়াঘাট থানার এসআই মাহমুদুল হাসান ও জ্যোতিষ চন্দ্র সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৩০ কেজি ওজনের ৬৫ বস্তা চাল উদ্ধার করে। প্রতিটি বস্তার গায়ে লেখা রয়েছে 'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' খাদ্য অধিদপ্তর, নেট ওজন-৩০ কেজি। হালুয়াঘাট থানার ওসি বিপস্নব কুমার বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃত চাল কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।