বিরামপুরে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় চলতি আমন মৌসুমে উঁচু-নিচু সব ধরনের জমিতে ব্যাপক ধান চাষ হয়েছে। শস্যভান্ডার খ্যাত দিনাজপুর জেলার বিরামপুরের খাল-বিলে এখন শুধু ধান আর ধান। আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার চাষিদের চোখেমুখে আনন্দের ঝিলিক বিরাজ করছে। এই এলাকার চাষিদের মনে এখন ধানের ন্যায্যমূলের ব্যাপারে শঙ্কাও রয়েছে। আর দুই চার দিন পরেই বাজারে নতুন ধান উঠতে শুরু করবে। আশানুরূপ মূল্য না পেলে চাষিদের সব স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। বিরামপুর উপজেলার কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান, সময়মতো কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার সার, বীজ ও পরামর্শ প্রদান করায় ওই উপজেলার কৃষকরা আমন চাষে সফল হয়েছেন।