কালিগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা আগামী ২৬ নভেম্বর গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পর্যায়ের এই সম্মেলনকে ঘিরে কালীগঞ্জে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। যোগ্য নেতৃত্ব নির্বাচনে কেউ নীরব ভূমিকা পালন করলেও অনেকেই হয়েছেন সরব। সম্প্রতি সম্পন্ন হয়েছে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর আ'লীগের সম্মেলন। তৃণমূলের প্রত্যাশা উপজেলা সম্মেলনে তারা যোগ্য নেতৃত্ব পাবেন। জানা গেছে, উপজেলা আ'লীগের সভাপতি ছিলেন মো. শাহাবুদ্দিন আহমেদ। তার মৃতু্যর পর প্রথম সহ-সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। সে ক্ষেত্রে উপজেলা আ'লীগের সম্মেলনে তিনিই হতে পারেন নতুন সভাপতি। তবে সম্মেলনে সভাপতির চেয়ে সাধারণ সম্পাদক নির্বাচনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক পদে উপজেলা আ'লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পাশাপাশি যুগ্ম সম্পাদক মো. আবুবকর চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের নাম শোনা যাচ্ছে। বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া সাবেক ছাত্রনেতা। তিনি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্র সংসদের জিএস ও ভিপি ছিলেন। যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশও ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা নেতা। তিনি শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। উপজেলা চেয়ারম্যান মো. আবুবকর চৌধুরী এর আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বর্তমানে গাজীপুর জেলা পরিষদের সদস্য হিসেবেও কাজ করছেন।