বড়াইগ্রামে ভাসমান সবজি চাষে ঝুঁকছে কৃষক

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাটরা গ্রামে ভাসমান সবজি ক্ষেত পরিচর্যা করছেন কৃষক -যাযাদি
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা নাটোরের বড়াইগ্রামে কচুরিপানার বেডে ভাসমান সবজি চাষের ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। ফলে দিনে দিনে এ পদ্ধতিতে সবজি চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এক সময়ের ক্ষতিকর কচুরিপানা এখন কৃষকের উপকারী সঙ্গী। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ভাসমান বেডে সবজি চাষ প্রকল্পের আওতায় উপজেলার বাটরা, বাঘাইট, মেরিগাছা, ধানাইদহ, তারানগর গ্রামে বেড তৈরি করে বিষমুক্ত সবজি চাষ করা হচ্ছে। চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রণোদনা ও কারিগরি সহযোগিতা দিচ্ছে কৃষি দপ্তর। এ সকল ভাসমান বেডে লাল শাক, সবুজ শাক, ধনেপাতা, পালং শাক, কলমি, লাউ ও শসার চাষ করা হচ্ছে। সরেজমিন উপজেলার নগর ইউনিয়নের বাটরা গ্রামে দেখা যায়, কৃষক আব্দুল মজিদ বাড়ির অদূরে বিলের মধ্যে কচুরিপানা দিয়ে আটটি বেড তৈরি করে লাল শাক, কলমি, লাউ ও শসার চাষ করছেন। কৃষক আব্দুল মজিদ বলেন, ভাসমান বেডে সবজি চাষ খুবই লাভজনক। বেডে প্রাকৃতিক উপদানে জৈবিক সক্ষমতা অনেক বেশি থাকে। কোনোরকম সার ও কীটনাশক ব্যবহার করতে হয় না। আগে যে জমিতে জলাবদ্ধতা ও কচুরিপানার জন্য কোনো ফসল হতো না, এখন সেখানে সবজি চাষ হচ্ছে। কৃষক আব্দুল বারী বলেন, চলতি বছর তিনি এক বিঘা জমিতে ভাসমান বেড করে সবজি চাষ করেছেন। সব খরচ বাদে তার প্রায় সোয়া লক্ষ টাকা আয় হয়েছে।