খাগড়াছড়িতে অবৈধ বালু উত্তোলন

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি খাগড়াছড়ি পানছড়িতে চেঙ্গী নদীর বিভিন্ন পয়েন্টে সরকারি নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করার পাইপ পাকা রাস্তার উপর অপরিকল্পিত ও সরকারি কোনো অনুমোদন না নিয়েই রাস্তায় ভিট বানিয়ে পাইপ নেওয়াতে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। জানা যায়, চেঙ্গি নদী পানছড়ি উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের উত্তর শান্তিপুর সুতা কর্মাপাড়া এলাকায় ড্রেজার বসিয়ে নদী থেকে চলছে বালু উত্তোলন। নদীর জলধারা থেকে ড্রেজিং করে যেভাবে বালু উত্তোলন চলছে তাতে ওই স্থানে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চেঙ্গি নদীর দু'পাশ ভাঙনসহ কৃষি জমি হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান কামনা করেন স্থানীয় জনগণ। পানছড়ি উত্তর শান্তিপুর সুতা কর্মাপাড়া এলাকায় বালু উত্তোলনকারী উত্তম দে জানান, তিনি পানছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বালু উত্তোলনের অনুমতি নিয়েছেন। পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সাথে মেশিন দিয়ে বালু উত্তোলনের সম্পর্কে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, মেশিন দিয়ে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি প্রদান করা হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ডে বস্নকের কাজের জন্য হয়তো বালু উত্তোলন করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করুন। খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের অফিসে বারবার গিয়েও দেখা মিলেনী প্রকৌশলীর। পরে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক মো. শামসুল করিমের সাথে মুটোফোনে কথা বললে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কাউকে মেশিন দিয়ে বালু উত্তোলনের অনুমতি দিতে পারে না। বালু উত্তোলনের অনুমোদন একমাত্র জেলা প্রশাসক দিতে পারে। এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, পানছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলার জন্য বলেন।