সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রতিবাদ সভা স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার সারাদেশে নারী সহিংসতা ও রাজনগর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সুবিনয় রায় শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী, ছাত্র ইউনিয়নের সহসভাপতি সুমন কান্তি দাস। র্ যালি ও সভা আটপাড়া (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার আটপাড়ায় বুধবার অফিসার ইনচার্জ মো. আলী হোসেনের নেতৃত্বে সড়ক পরিবহণ আইন-২০১৮ বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যের্ যালি, মাইকিং ও লিফলেট বিতরণ করেন।র্ যালি ও প্রচার-প্রচারণায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সার বিতরণ ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের ভৈরবে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও ভুট্টাবীজ এবং সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুলস্নাহ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষিদ্রব্য তুলে দেন। বিদায় অনুষ্ঠান নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের করিমশাহ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মেনেজিং কমিটির সভাপতি ছায়েদুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জান মনির। রেশম সম্মেলন পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা ফার্মিং পদ্ধতিতে রেশম চাষবিষয়ক সম্মেলন ও উদ্যোক্তা অন্বেষণ বুধবারে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেশম বোর্ড, রাজশাহীর মহাপরিচালক মু. আবদুল হাকিম। দোয়া মাহফিল মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও বিভীষণ কান্তি দাশ। স্মারকলিপি প্রদান বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্যরাল বা প্রতিকৃতি স্থাপনের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথকভাবে এই স্মারকলিপি দেন বিশ্বনাথ থিয়েটার কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বর্তমান সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সুহেল। প্রতিষ্ঠাবাষির্কী পালিত বাগেরহাট সদর সংবাদদাতা বাগেরহাটে আইডিইবির ৪৯তম প্রতিষ্ঠাবাষির্কী ও গণপ্রকৌশল দিবস বুধবার পালিত হয়েছে। বাগেরহাট আইডিইবির জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলা সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ফুটবল ট্রেনিং সেন্টারের উদ্যোগে মরহুম হুমায়ুন ঠাকুর স্মরণে মঙ্গলবার সরাইল অন্নদা সরকারি স্কুল মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ সায়মুন ইসলাম। কৃষি প্রণোদনা বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের বকশীগঞ্জে ২০১৯-২০২০ অর্থ-বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ৪৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কৃষিবিদ মো. শহীদুজ্জামান উপস্থিত ছিলেন।