সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মানববন্ধন স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে শিক্ষানবিস আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা বার শাখা। সোমবার দুপুরে আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ত্রাণ বিতরণ বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে কচুয়ায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাফুজুর রহমান, ইউএনও তাসমিন ফারহান ও স্থানীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের সহকারী একান্ত সচিব শেখ মো. সোহাগ। ঋণ বিতরণ বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে দরিদ্র মানুষের মধ্যে যাকাতের টাকার চেক ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় উপস্থিত ছিলেন। মানববন্ধন টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়ন আ'লীগের আয়োজনে জেলা আ'লীগের সভাপতি মো. মহিউদ্দিনের বিরুদ্বে অপপ্রচারের প্রতিবাদে মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলদী বাজারে মঙ্গলবার বিকালে ইউনিয়নের আ'লীগ সভাপতি শাহ আলম মাতব্বরের সভাপতিত্বে মনববন্ধনে জেলা পরিষদের সদস্য আনিসুর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা আ'লীগ ধর্মবিষয়ক সম্পাদক মজিবর ব্যাপারী উপস্থিত ছিলেন। শিশুর মৃতু্য আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী জলস্না গ্রামে পাঁচ বছরের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে খুঁজে পুকুর থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। \হ ঢেউটিন বিতরণ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে নক্‌শি বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সংস্থার মহিমাগঞ্জ শাখা অফিসে আয়েজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। বীজ বিতরণ কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের কাজীপুরে বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কৃষি কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সুজানগর (পাবনা) সংবাদদাতা পাবনার সুজানগর সাংস্কৃতিক জোটের আয়োজনে নাট্য, থিয়েটার, সাধুদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ঘোষপাড়া সাবেক পৌরমেয়র তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে সভায় জমির উদ্দিন, মুস্তাফিজুর রহমান সাচ্চু, আ. আওয়াল বাচ্চু উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভা শেরপুর প্রতিনিধি শেরপুরে ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ নিউট্রিশন প্রোফাইল এবং সোশ্যাল সার্ভিসবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের তুলশিমালা হল রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। আটক দুই সোনাতলা (বগুড়া) সংবাদদাতা বগুড়ার সোনাতলায় বুধবার দুপুরে ৪৮ বোতল ফেনডিলসহ দুই মাদক চোরাকারবারি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গোসাইবাড়ি এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. সিহাব উদ্দিন (২৮) ও দিনাজপুর ফুলবাড়িয়া উপজেলার উঃ দাউদপুর এলাকার দিলবর হোসেনের ছেলে মো. তুহিন বাবু (২৪)। র্ যালি ও সমাবেশ বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে উপজেলাকে পরিচ্ছন্ন ও মাদকমুক্ত রাখতের্ যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী মুর্শিদ উদ্দিন আহাম্মেদ, পৌরমেয়র আনোয়ার হোসেন আশরাফ, রকিবুল হাসান শিবলী।