লালপুরে হত্যার অভিযোগে একজনের যাবজ্জীবন

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নাটোর প্রতিনিধি নাটোরের লালপুরে বাবা ঘুঘুর আলীকে হত্যার অভিযোগে ছেলে মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে মুনছুর আলীকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন। এ সময় দন্ডপ্রাপ্ত মুনছুর আলী আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ মার্চ সকালে বাবা ঘুঘুর আলীর সঙ্গে টাকা চাওয়া নিয়ে মুনছুর আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুনছুর আলী লোহার শাবল দিয়ে ঘুঘুর আলীকে আঘাত করতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে আনছার আলী বাদী হয়ে তার ভাই মুনছুর আলীকে আসামি করে লালপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ মুনছুর আলীকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশ মুনছুর আলীকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রায় সাড়ে ছয় বছর মামলার ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। একই সঙ্গে ২০ হাজার এক টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস একদিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়।