আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। কোতয়ালী থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মিন্টু ফকির ও কোতয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু ফকিরের সমর্থকদের মধ্যে একটি সালিশ বৈঠক শেষে বুধবার রাত ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গোলডাঙ্গির খালে মাছ চাষকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ডিক্রিরচর ইউনিয়ন অফিসের গ্রাম আদালতে সালিশের আয়োজন করা হয়। সেখানে মিন্টু ফকির ও আবু ফকিরসহ তাদের সমর্থকরা উপস্থিত হন। হাশেম ফকির নামে মিন্টু ফকিরের এক সমর্থক ওই খালে মাছ চাষ করতেন। এ বছর সেখানে আবু ফকিরের সমর্থক ফরহাদ মোল্যা সেখানে মাছ চাষ করতে গেলে উত্তেজনার সূত্রপাত হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের সমর্থকরা আহত হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। সালিশের সময় তার কাছে চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা হুমকি দিয়ে চলে যায়। অন্যদিকে আবু ফকির বলেন, সালিশে একপেশে আচরণ করে চেয়ারম্যান বিষয়টি নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ হয়। কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।