বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
ঘাটাইলের পৌর এলাকার উত্তরপাড়ায় শুক্রবার বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে অল্পের জন্য বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির শিক্ষার্থী। সে ঘাটাইল গণ পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রী। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (উপজেলা সহকারী কমিশনার ভূমি) নূর নাহার বেগম জানান, শুক্রবার বিকেলে পৌর এলাকার বাসিন্দা আব্দুল বারেক মেয়েকে তার অনুমতি ছাড়া শিমলা গ্রামে বিয়ে দিতে গেলে বিয়ে বাড়িতে উপস্থিত হয় প্রশাসনের লোকজন। মেয়ের বাবা-মা মেয়েকে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবেন না বলে মুচলেকা দেন। নূর নাহার বেগম বলেন, মেয়ের বাবা এবং মা গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখে মুচলেকা দিয়ে বলেছেন তারা মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না।