শহিদ জগৎজ্যোতি দাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
একাত্তরে রণাঙ্গনে শহিদ সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্র অকুতোভয় মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের ৪৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত শহিদ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও ক্যাম্পাসে গিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সংশ্লিষ্টরা। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজমিরিগঞ্জের ভেড়ামোহনা এলাকায় শহিদ হন জগৎজ্যোতি দাস। মুক্তিযোদ্ধারা জানান, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের নামে মহান মুক্তিযুদ্ধে দাসপার্টির চৌকস যোদ্ধাদের একটি বাহিনী ছিল। টেকেরঘাট সাবসেক্টরের এই বাহিনী দুর্গম হাওড়াঞ্চলে পাকিস্তানি হানাদারদের কাছে আতঙ্কে পরিণত হয়েছিল। একের পর এক সফল অভিযান পরিচালনা করে ও থানা আক্রমণ করে তখন পাকিস্তানি বাহিনীর কাছে আতঙ্কে পরিণত হন তিনি। ফলে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। বানিয়াচং থানা আক্রমণ করতে গিয়েই দাসপার্টি রাজাকার-পাঞ্জাবিদের ফাঁদে পড়ে। তুমুল যুদ্ধ বাধে। দীর্ঘস্থায়ী যুদ্ধে মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। একা লড়াই করে সন্ধ্যার আগে শহিদ হন জগৎজ্যোতি দাস। তার লাশ নিয়ে প্রকাশ্যে পেরেকবিদ্ধ করে প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে রাজাকারার। শনিবার কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের নেতৃত্বে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলি প্রদান ও আলোচনা সভা করেন। এসময় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদের নেতৃত্বে কর্তৃপক্ষও পৃথকভাবে পুষ্পাঞ্জলি প্রদান করেন।