খুলনায় পেঁয়াজ ব্যবসায়ীরা নজরদারিতে

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
খুলনা অফিস খুলনা মহানগরীসহ জেলা-উপজেলায় পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়েছে। সরবরাহ কম ও চাহিদা বেশি হওয়ায় ক্রয় মূল্যের থেকে ৪০/৫০ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রি করছেন আড়তদাররা। এতে প্রভাব পড়ছে খুচরা বাজারে। খুলনার দু'জন আমদানিকারক ও পাঁচজন আড়তদার পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মূলত এই সিন্ডিকেটটি বাজার নিয়ন্ত্রণ করে। জেলা প্রশাসন এরই মধ্যে সিন্ডিকেটে জড়িতদের নজরদারিতে নিয়েছে। এর মধ্যে শনিবার খুলনা স্টেশন রোডের সোহেল ট্রেডার্স নামে একটি আড়তে অভিযান চালিয়ে পেঁয়াজ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করায় অভিযোগে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। এদিকে খুলনার বাজারে ২০ কেজি ধানেও ১ কেজি পেঁয়াজ মিলছে না। বর্তমানে বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ২৭০ থেকে ৩০০ টাকা। আর আধা মণ ধানের (২০ কেজি) দাম ২৭০ টাকা। ২০ কেজি ধান বিক্রি করে পেঁয়াজ, মাছসহ অন্যান্য সবজি ক্রয় করা অসম্ভব হয়ে পড়েছে। খুলনা জেলা বাজার অনুসন্ধান কর্মকর্তা আব্দুস সালাম তরফদার বলেন, খুলনার পেঁয়াজের বাজার মূলত দুই আমদানিকারক ও পাঁচজন আড়তদার নিয়ন্ত্রণ করেন। তাদের ওপর নজরদারি রয়েছে। তবে, অনেক সময় মধ্যস্বত্বভোগীদের হাতে আড়তদাররা জিম্মি হয়ে পড়েন। চট্টগ্রামসহ বিভিন্ন বাজার থেকে কিনে এনে নির্দিষ্ট দামে আড়তদারদের পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করেন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে খুলনার বড় বাজারে আসা পেঁয়াজ প্রায় ৪৪ টাকা বেশি দরে বিক্রি করা হয়েছে। ওই পেঁয়াজের ক্রয় মূল্য ছিল ১৫৫ টাকা। ট্রাক ভাড়া, আনুষঙ্গিক খরচ মিলে মূল্য দাঁড়ায় ১৭৬ টাকা। কিন্তু চট্টগ্রাম থেকে কিনে আনা ওই পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল। আড়তদাররা এই অপতৎপরতায় সহায়তা করেন। তিনি বলেন, দাম বেশি হওয়ায় গোপনে এই পেঁয়াজ অন্য জেলায় পাচারের অভিযোগও রয়েছে। পেঁয়াজ সিন্ডিকেটে জড়িতদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে। বাজার স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।