বশেমুরবিপ্রবিতে সাত শিক্ষার্থীকে বহিষ্কার

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষা-বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে এক বছরের জন্য ও আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. নুর উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে। বহিষ্কৃত ওই সাত শিক্ষার্থীরা হলেন- বাবু সিকদার, মো. নয়ন খান, নিয়ামুল ইসলাম, অমিত গাইন, মানিক মজুমদার, রনি খান ও মমিনুল হক। প্রসঙ্গত : গত ৯ নভেম্বর দুপুরে "এ" ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্বে এনএসআই ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে একটি ভর্তি প্রতারক চক্র আটক করা হয়।