রাবিতে মারধরের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহরাব হোসেনকে পিটিয়ে হত্যা চেষ্টার সাথে জড়িতদের সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ওরফে আসিফ লাক ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবির নাহিদ। তারা দু'জনেই ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ঘন্টাব্যাপী প্রশাসন ভবন ঘেরাও করে রাখেন। পরে সেখানে বিশ্ববিদ্যালয় প্রক্টর লুৎফর রহমান জড়িতদের সাময়িক বহিষ্কারের ঘোষণা দেন এবং অতি দ্রম্নত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ঘোষণার প্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়িতদের স্থায়ী বহিষ্কার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য ৭ দিনের আল্টিমেটাম দেন এবং দাবি আদায় না হলে ৭ দিন পর আবারো আন্দোলনে আসা হবে বলে জানান তারা। এদিকে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে নিপীড়নবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্যের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আক্তার হোসেন মজুমদার, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আক্তার বানু প্রমুখ।