ফসলের সঙ্গে এ কেমন শত্রম্নতা!

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহট্রা গ্রামের রফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের সাড়ে পাঁচ বিঘা জমির চিনি আতপ ধানক্ষেতে রাতের আঁধারে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে তার জমির ধানগাছ পুড়ে বিবর্ণ হয়ে গেছে ও প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নির্মম এ ঘটনাটিকে মানব জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় বলে আখ্যায়িত করেছে এলাকার সচেতন মহল। রোববার সকালে সরজমিনে এ সত্যতা মিলে। শনিবার ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, 'ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করা হয়েছে।' মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।