চকরিয়ায় সাব-রেজিস্ট্রার নেই বেড়েছে জনভোগান্তি

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের চকরিয়ায় সাব-রেজিস্ট্রার না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনসাধারণ। একবছর আগে উপজেলা সাব-রেজিস্ট্রার এসএম শামসুজ্জামান অন্যত্র বদলি হলে পদটি শূন্য হয়। এতে জমি বেচাকেনা বা দলিল নিবন্ধন করার ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছেন জমি মালিক ও ক্রেতা সাধারণ। পাশাপাশি জমি বেচাকেনা কার্যক্রম ব্যহৃত হবার কারণে সরকারও প্রতিমাসে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, উপজেলা সাব-রেজিস্ট্রার এসএম শামসুজ্জামান বদলি হওয়ার পর থেকে উলেস্নখিত পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রামু উপজেলা সাব-রেজিস্ট্রার মাহাবুবর রহমান। কিন্তু তিনি চকরিয়ায় অফিস করছেন সপ্তাহে দুই দিন রোববার ও সোমবার। স্থানীয় লোকজন জানান, সপ্তাহে পাঁচ কার্যদিবসের স্থলে তিন দিন দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় জমি বেচাকেনায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের। চকরিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল আজম বলেন, একজন নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় প্রায় একবছর ধরে উপজেলার লোকজন প্রয়োজনের সময় জমি বেচাকেনা করতে পারছেন না। এতে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের সমস্যা হচ্ছে। জানতে চাইলে কক্সবাজার জেলা রেজিস্ট্রার রায়হান মন্ডল বলেন, চকরিয়া একটি গুরুত্বপূর্ণ উপজেলা। কর্মকর্তা-সংকটের কারণে আমরা রামু সাব-রেজিস্ট্রার মাহাবুবর রহমানকে চকরিয়ায় দুই দিন অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি। তারপরও গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে চকরিয়ায় একজন নিয়মিত সাব রেজিস্ট্রার পোস্টিং দেওয়ার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে লিখিতভাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।