গোপালগঞ্জে প্রশাসনের উদ্যোগে 'সিভি ব্যাংক'

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলাদের জীবন-বৃত্তান্ত জমা নিয়ে চাকুরী প্রত্যাশী বেকারের তালিকা সংগ্রহ করে বড় বড় শিল্প প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত গোপালগঞ্জের কৃতি সন্তানদের সাথে কথা বলে চাকুরী দেওয়ার জন্য সহায়তা করার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। এই উদ্দ্যেশ্যেই বেকারের তালিকা সংগ্রহের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে সিভি জমা দেওয়ার জন্য একটি সিভি বক্স তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে 'সিভি ব্যাংক', স্থাপন করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল প্রবেশদ্বারে। বিষয়টি যাতে এ জেলার সকল মানুষ জানতে পারে সেজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে ব্যাপক প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে। যাতেকরে এ জেলার সকল শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলাগন তাদের জীবন-বৃত্তান্ত জেলা প্রশাসনের সিভি ব্যাংকে জমা দিতে পারে। জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, জেলায় যেসকল কর্মক্ষম শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলা রয়েছে তাদের সংখ্যা নিরুপনের জন্য আমরা সিভি ব্যাংক প্রতিষ্ঠা করেছি। গত দু'তিন দিনে চারশ'র মতো সিভি পেয়েছি। প্রথমে আমরা এসব সিভি সংগ্রহ করে শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলাদের একটি তালিকা তৈরী করবো। এরপরে আমরা গোপালগঞ্জের সেইসব কৃতি সন্তানদের সাথে যোগাযোগ করবো যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক বা উচ্চ পদে কর্মরত রয়েছেন। তাদের প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন পদ খালি থাকলে আমাদের অফিসের ওই তালিকা থেকে শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলাদেও সেখানে চাকরির সুপারিশ করব।