মামলার জট কমাতে ভূমিকা রাখছে গ্রাম আদালত

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দীন বলেন, কার্যকর ও সক্রিয় গ্রাম আদালত গ্রামীণ ছোট খাটো বিরোধ-বিবাদ নিষ্পত্তির মাধ্যমে সমাজে স্থায়ী শান্তিশৃঙ্খলা নিশ্চিতকরণ এবং উচ্চ আদালতের মামলার জট কমাতে ব্যাপক ভূমিকা রাখছে। গ্রাম আদালত আইন অনুযায়ী বর্তমানে দেশের সব ইউনিয়নে আদালত চলমান রয়েছে। বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশে আয়োজিত ১২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান, ইউএনডিপি জেলা প্রতিনিধি মালিক শামীম আক্তার, রিপোর্টিং ও মনিটরিং কর্মকর্তা সোনিয়া সুলতানা, জেলা সমন্বয়কারী শরিফুল ইসলাম, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম প্রমুখ।