সিনথিয়া পেল হুইল চেয়ার

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা দশ বছরের সিনথিয়া আক্তার শারীরিক প্রতিবন্ধী। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের টিউবওয়েল শ্রমিক শিপন ব্যাপারীর মেয়ে। পড়ছে ওই ইউনিয়নের মোহানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে। মেয়ে সিনথিয়ার জন্য একটি হুইল চেয়ারের দরকার। কিন্তু অভাব অনটনের সংসার চালাতে বাবা শিপন ব্যাপারী হিমশিম খাচ্ছেন। সেখানে মেয়ের জন্য একটি হুইল চেয়ার কেনার স্বপ্ন ছিল আকাশ কুসুম। বিষয়টি এক কান দুই কান করে চলে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের কানে। তিনি পরিবারকে আশ্বস্ত করেন ইউএনও মো. শিবলী সাদিককে বলে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবেন। ইউএনও তাকে আশ্বস্ত করেন সিনথিয়া হুইল চেয়ারেই চলবে। দিন পনেরো পরই সিনথিয়া পেল হুইল চেয়ার। \হইউএনও শিবলী সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।