শেরপুর-ধুনট সড়কের বেহাল দশায় ভোগান্তি

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে রাস্তার পিচ উঠে গিয়ে খানাখন্দক বের হয়ে মাঝে মাঝে গভীর গর্তের সৃষ্টি চরম ভোগান্তিতে পড়েছে সারিয়াকান্দি, কাজিপুর, ধুনট ও শেরপুর উপজেলার কয়েক লাখ মানুষ। বিকল হয়ে পড়ছে যানবাহনের যন্ত্রাংশ। উপজেলার ধুনট মোড় এলাকা থেকে বথুয়াবাড়ি বাজার এলাকা পর্যন্ত ৭ কিলোমিটার পথ সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তার বেশিরভাগ অংশেই পিচ উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে ভারি যানবাহনগুলো ধীরে ধীরে চলাচল করলেও চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করছে ছোট গাড়ি, ইজিবাইক ও মোটরসাইকেল। একদিকে সময় লাগছে প্রায় চার গুণ, অন্যদিকে এসব যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে চরমভাবে। সবচেয়ে বেশি ভোগান্তির স্বীকার হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ও অফিসগামী কর্মজীবী মানুষ। সঠিক সময়ে তারা স্কুল-কলেজ বা কর্মস্থলে পৌঁছাতে পারছে না। এ ব্যাপারে শেরপুর শহরের প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শামসুজ্জামান শাহিন, সামিট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সাইফুল ইসলাম জানান, সড়কের এমন বেহাল দশার কারণে ওই এলাকার ছাত্র-ছাত্রীরা প্রায় দিনই সময়মত প্রথম ক্লাসে উপস্থিত হতে পারে না। যাতে করে তারা লেখাপড়া থেকে পিছিয়ে পড়ছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান জানান, গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সড়কটির দু'পাশে ৩ ফিট প্রশস্তকরণসহ খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে বলে আশা করি।