আটপাড়ায় শিকারিদের ফাঁদে অতিথি পাখি

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আটপাড়া (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার আটপাড়ায় শীত মৌসুম শুরুতেই এই অঞ্চলের জলাশয়গুলোতে অতিথি পাখির আগমন ঘটে। তবে পূর্বে অধিক পরিমাণ অতিথি পাখি এ অঞ্চলে এলেও বর্তমানে শিকারিদের অত্যাচারে অতিথি পাখির আগমন দিন দিন কমে আসছে। সরেজমিনে দেখা যায়, বামুন ডহর, হেলুচিয়া, হাঁসকড়ি, মাগুরা, গণেশের হাওরসহ বিভিন্ন জলাশয়গুলোতে অতিথি পাখি আসতে শুরু করেছে। অতিথি পাখির মধ্যে স্থানীয় নাম শামুক গুজা, সরালি, বক, বটিহাঁস বিভিন্ন জলাশয়গুলোতে আসতে শুরু করেছে। প্রতি বছরই একদল স্বার্থান্বেষী শিকারিরা ইয়ারগান ও স্থানীয় বিভিন্ন কৌশলে পাখি শিকার করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার আটপাড়া ব্রম্নজের বাজারে এক কিশোরকে বিক্রয়ের জন্য বক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে জানায় তার পিতা রাতের আঁধারে বিলে পাখি আসা-যাওয়ার পথে জাল দিয়ে ফাঁদ তৈরি করে শীতকালে প্রতি বছরই পাখি শিকার করে থাকে। অনুসন্ধানে জানা যায়, নেত্রকোনার উজান এলাকা থেকে দলবেঁধে শিকারিরা আটপাড়ার বিভিন্ন জলাশয়গুলোতে রাতের আঁধারে অতিথি পাখিসহ স্থানীয় পাখি শিকার করছে। ভোজন বিলাসিরা তাদের নিকট থেকে উচ্চমূল্যে পাখি ক্রয় করায় শিকারিদের এই পেশার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। অবৈধভাবে পাখি শিকারের ফলে অতিথি পাখি আগমন বন্ধ এবং স্থানীয় বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হওয়ার পথে। এতে প্রাকৃতিক জীব-বৈচিত্র্য ভারসাম্যহীন হয়ে পড়ছে। \হস্থানীয় সচেতন মহল অবৈধভাবে পাখি শিকার বন্ধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।