সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পুরস্কার বিতরণ পঞ্চগড় প্রতিনিধি পিকেএসএফের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় পঞ্চগড়ে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসাপর্যায়ে নবীন ও প্রবীণ মেলা এবং হাঁড়িভাঙা খেলা, আগের দিনের গল্প বলা ও দেশের গান প্রতিযোগিতা রোববার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। মুক্ত দিবস শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা শ্রীনগরকে হানাদার মুক্ত দিবস রোবরার পালিত হয়েছে। স্মৃতি চারণ অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ইকবাল হোসেন মাস্টার। \হ মতবিনিময় সভা নাটোর প্রতিনিধি নাটোরের চলমান উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে নাটোর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। স্থানীয় একটি রেস্তোরাঁয় শনিবার রাত ৯টায় শুরু হয়ে দুই ঘণ্টার এই মতবিনিময় সভায় উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। চেক বিতরণ স্টাফ রিপোর্টার, নোয়াখালী নোয়াখালীতে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মধ্যে চুক্তিনামা অনুযায়ী গাছ বিক্রির লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর উদ্যোগে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান, মাইজদী বীজতলার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান। মাদকদ্রব্য ধ্বংস চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিভিন্ন সময় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার দুপুরে মহানন্দা নদীর বারঘোরিয়া দৃষ্টিনন্দন পার্কে আনুষ্ঠানিকভাবে মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল, ফেনসিডিল, বিদেশি মদ, হেরোইন, গাঁজা, দেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন নেশাজাতীয় ইঞ্জেকশন। আ'লীগের সম্মেলন ঝিনাইদহ প্রতিনিধি দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। রোববার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রথম অংশে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই বক্তব্য রাখেন। বাসায় চুরি বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর বাউফলে এক স্কুল শিক্ষকের ভাড়াটে বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে বাউফল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম আবু হানিফ। তিনি বাউফল আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। প্রযুক্তিমেলা রামগতি (লক্ষ্ণীপুর) সংবাদদাতা লক্ষ্ণীপুরের রামগতিতে ২ দিনব্যাপী 'স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ' শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. আব্দুল মোমিন, শরাফ উদ্দিন আজাদ সোহেল, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সনজিদা মুস্তাফি। ত্রাণ বিতরণ লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাত্রলীগের পক্ষ থেকে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিকিৎসক সৌরভ ঘোষ, চিকিৎসক রাকিবুল ইসলাম, সাজ্জাদুল হক।