সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চেক প্রদান আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা কানাডা বাংলাদেশ শিক্ষা ট্রাস্ট (সিবিইটি) প্রদত্ত স্কলারশিপের আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে বৃত্তিপ্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে চেক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ গভর্নিংবডির সভাপতি ও বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম তালুকদার প্রধান অতিথি থেকে এ চেক বিতরণ করেন। এ সময় কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। সমন্বয় সভা ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠিতে রোববার জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে সভায় জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে শিল্পমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার শাহ্‌ আলম উপস্থিত ছিলেন। বস্ত্র বিতরণ মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তারুজ্জামান খান কবির, জেলা প্রশাসক মইনূল ইসলাম, পুলিশ সুপার আশরাফুল আলম উপস্থিত ছিলেন। নবান্ন উৎসব দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালন করা হয়েছে। একাডেমির উদ্যোগে শনিবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শরদিন্দু সরকার (স্বপন হাজং)। গণসংবর্ধনা প্রদান রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা লক্ষ্ণীপুরের রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান, সাবেক মেয়র বেলাল আহমেদ উপস্থিত ছিলেন। অস্ত্র উদ্ধার রংপুর প্রতিনিধি রংপুরের্ যাব-১৩ পৃথক অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ জন নারী মাদক ব্যবসায়ীসহ দুজনকে গ্রেপ্তার করেছে। রোববারর্ যাব-১৩ মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকল্প উদ্বোধন নাটোর প্রতিনিধি নাটোরে রোববার শহরের ৪টি মসজিদ, গোরস্তান ও একটি মন্দিরের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মোট ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শ্রদ্ধা নিবেদন ফরিদপুর প্রতিনিধি সাংবাদিক গৌতম দাসের ১৪তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জেলা ও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেমিনার অনুষ্ঠিত কিশোরগঞ্জ প্রতিনিধি উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এ সেমিনারের উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিলস্নুর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী দাউদকান্দি (কুমিলস্না) সংবাদদাতা কুমিলস্নার মেঘনা উপজেলা যুবলীগের উদ্যোগে রোববার বিকালে মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে দলের ৪৭তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্যর্ যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুলস্নাহ আল বাকী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূঁইয়া এমপি।