সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আলোচনা সভা শেরপুর (বগুড়া) সংবাদদাতা দৈনিক ঢাকা প্রতিদিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মো. লিয়াকত আলী সেখ, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক উপস্থিত ছিলেন। গেইম চালু শেরপুর প্রতিনিধি শেরপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে শিশুদের 'টয় ব্রিকস' গেইম চালু করা হয়েছে। শনিবার বিকেলে টয় ব্রিকস গেইমে চালুর প্রথম দিনেই গেম খেলতে অনেক শিশু গণগ্রন্থগারে আসে। বিশেষ সভা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সম্পাদক বেনজীর রহমান, গোলাম মোস্তফা, মেহেদী হাসান উপস্থিত ছিলেন। ব্যবসায়ী গ্রেপ্তার আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে সান্তাহার বাঁশহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আলোচনা সভা মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর ৪৩তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা বিএনপি আয়োজনে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার শেরপুরে দলিল লেখক মুক্তিযোদ্ধা আকিম উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল ও মরণ ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে রোববার দুপুরে দলিল লেখক সমিতির সভাপতি এসএম ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মতিয়ার রহমান মতি, মো. আলেক উদ্দিন। পরীক্ষা সম্পন্ন মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর মির্জাগঞ্জে রবিবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২১৯৫ জনের মধ্যে ৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপরদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৩৫ জনের মধ্যে ৪৯ জন অনুপস্থিত ছিল। নবীনবরণ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গাইবান্ধার সুন্দরগঞ্জে মো. হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলেজ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ গোলাম আজম খাঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন স্থানীয় সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ইয়াবাসহ আটক আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ শনিবার রাত ১১টায় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কোর্টে সোপর্দ করেছে। থানার এস আই হুমায়ুন কবির ঘটনা নিশ্চিত করেছেন। চক্ষু চিকিৎসা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পীরগঞ্জ উপজেলা আরডিআরএস অফিসে সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় ও আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ইউপি সদস্য সিরাজ উদ্দীন, সাবেক কাউন্সিলার নুরে আলম। ব্যবসায়ী গ্রেপ্তার চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালীর চাটখিল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে রোববার দুপুরে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রাম থেকে ইয়াবা ব্যবসায়ী মো. সজিব শওকতকে (৩৫) গ্রেপ্তার করেছে। শওকত সুন্দরপুর গ্রামের আজিম উদ্দিন পাটোয়ারী বাড়ির তাজুল ইসলামের ছেলে।