কুমিলস্নায় নকশা বহির্ভূত ভবন বেড়েই চলছে

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, কুমিলস্না কুমিলস্না সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড এলাকায় নকশাবিহীন ও অনুমোদিত নকশা বহির্ভূত ভবনের সংখ্যা বেড়েই চলছে। দফায় দফায় নোটিশ দিয়েও এ ধরনের ভবন নির্মাণের কাজ বন্ধ করতে পারছে না কুসিক কর্তৃপক্ষ। কুমিলস্না সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় কোনো কোনো ভবনের মালিক চার-পাঁচতলার অনুমোদন নিয়ে ছয়-সাততলা করেছেন। কেউ ভবন নির্মাণের সময় কোনো জায়গা ছাড় দেননি। নগরীর উত্তর আশ্রাফপুর (হালুয়াপাড়া) এলাকার মো. ইউছুফ মিয়া (৮০), মো. ইউনুছ (৪৫) অভিযোগ করে বলেন, 'সীমানা দেয়াল থেকে ৪ ফুট ছাড় দিয়ে ভবন নির্মাণ করেছি, কিন্তু জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি চারপাশে কোনোরুপ জায়গা ছাড় না দিয়ে তিনি বহুতল ভবন নির্মাণ করছেন। এছাড়া তিনি যে পস্নটে ভবন নির্মাণ করছেন সেখানে প্রবেশের পর্যাপ্ত রাস্তা নেই।' এ বিষয়ে কুসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুলস্নাহ জানান, উত্তর আশ্রাফপুর এলাকার জয়নাল আবেদীন অনুমোদিত নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাজ করছেন এমন অভিযোগ পেয়ে নির্মাণাধীন বাড়িটি পরিদর্শন করা হয়েছে। অভিযোগ প্রমাণীত হওয়ায় তাকে পর পর ৩টি নোটিস দেওয়া হয়েছে। সর্বশেষ ৩দিনের মধ্যে নকশা বহির্ভূত ভবনের অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে অপসারণের জন্য গত ৩ অক্টোবর চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।