রংপুরে প্রত্যাশার সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রংপুর প্রতিনিধি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন সংক্রান্ত জেলা ও উপজেলা কমিটিগুলোর কার্যকারিতা নেই। রোববার দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন প্রত্যাশা প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থা। সংবাদ সম্মেলনে বলা হয়, রংপুর জেলায় ৪ লাখ ৫২ হাজার প্রতিবন্ধী আছে। বেশিরভাগ প্রতিবন্ধী তাদের সুরক্ষা আইন সম্পর্কে কিছুই জানে না। প্রতিবন্ধীরা প্রতিনিয়ত ধর্ষণসহ নানা নির্যাতনের শিকার, তাদের বাড়ি-ঘর, জায়গাজমি দখল করে নেওয়ার অভিযোগ তুলেছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রত্যাশা প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি মমতাজ পারভিন শিউলি, সাধারণ সম্পাদক উম্মে কুলছুম, ইপিডি বস্নু 'ল' ইন্টারন্যাশনাল এলএলপি প্রকল্প পরিচালক হেজি স্মিথ, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার প্রমুখ।