ফতুলস্নার নবান্ন উৎসব পালিত

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলস্নার বক্তাবলীতে ভিন্ন আঙ্গিকে দিনব্যাপী নবান্ন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন -যাযাদি
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলস্নার বক্তাবলীতে ভিন্ন আঙ্গিকে দিনব্যাপী নবান্ন উৎসব পালন করা হয়েছে। গ্রামের কৃষকদের উৎসাহিত করতে চারদিকে ফসলি জমি মাঝেখানে নবান্ন উৎসব পালন করা হয়। এ উৎসবে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবটি আরও সমৃদ্ধ করেছে। শনিবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বক্তাবলীর কানাইনগর বেকারি মোড়স্থ সদর উপজেলার প্রশাসনের আয়োজনে বক্তাবলী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় কৃষি জমির উপর নবান্ন উৎসব পালন করা হয়। নবান্ন উৎসব অনুষ্ঠানটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। তিনি স্ত্রী সন্তান নিয়ে দিনব্যাপী উৎসবটি উপভোগ করেন। এদিকে নবান্ন উৎসব অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। গ্রামের খেলাধুলা থেকে শুরু করে পিঠা উৎসবসহ নানা ধরনের চিত্র তুলে ধরা হয়। আর গ্রামের বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে সবাইকে আপ্যায়ন করা হয়। এছাড়াও নৃত্য, হাডুডুসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। আর এ উৎসবের মাধ্যমে গ্রামের সাধারণ কৃষকসহ এলাকার নারী-পুরুষদের বাড়তি আনন্দ দেওয়া হয়। অনুষ্ঠানের সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের ব্যাটালিয়ন (বিজিবি ৬২) মেজর হাবিবুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, ফতুলস্না সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল ইসলাম।