রাষ্ট্রীয় সেবা পদক পেলেন ডুবুরি সারোয়ার

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ২০১৬ সালে পদ্মা নদীতে নিখোঁজ ভাইবোনের লাশ উদ্ধার অভিযানে অংশ নিয়ে আলোচনায় উঠে আসে ডুবুরি সারোয়ার। মাত্র ৪ ঘণ্টায় প্রবল স্রোতের সঙ্গে যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে এ অপারেশনেই তাক লাগিয়ে দেয়। এটিই ছিল প্রশিক্ষণের পর প্রথম অপারেশন। সেই সারোয়ারকে ২০১৭ সালে এ বিভাগের কাজের সর্বোচ্চ স্বীকৃতি 'সেবা পদকে' প্রদান করা হয়। তার পুরো নাম মো. সারোয়ার আলম খান। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মো. আব্দুল ওয়াসেদ খান ও মোছা. ফরিদা আক্তার দম্পতির পুত্র। তিন ভাইয়ের মাঝে তিনি ছোটো। ১৯৯৪ সালে ২ ফেব্রম্নয়ারি জন্ম গ্রহণ করেন সারোয়ার। চাকরিতে যোগদান করেন ২০১৪ সালের ২১ ডিসেম্বর। পদক পড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।