চবিতে অর্থাভাবে ভর্তি হতে পারছেন না জাকিরুল

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা উপার্জনক্ষম অসুস্থ বৃদ্ধ পিতা। তাই ডিগ্রি পাস বেকার কৃষি শ্রমিক বড় ছেলের সামান্য রোজগার দিয়েই চলে সাতজনের পরিবারের খাবার ও ভরণ-পোষণ। পাঁচ ভাই বোনের মধ্যে অদম্য মেধাবী জাকিরুল ইসলাম ছিল ব্যাতিক্রম। পাড়ার ছোট ছেলেমেয়েদের প্রাইভেট পড়িয়ে চালিয়ে গেছেন নিজের পড়াশোনা। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এবার এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক ও খ ইউনিটে মেধা তালিকায় স্থান পেয়েছেন। কিন্তু পরিবারের দারিদ্রতা তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন যাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর তীরবর্তী পলস্নীমারী গ্রামে অদম্য মেধাবী জাকিরুলের বাড়ি। দিনমজুর বাবা আবুল কাশেম ও মা জাহানারা বেগমের পাঁচ ছেলেমেয়ের মধ্যে জাকিরুল সবার ছোট। জাকিরুল জানান, স্কুল-কলেজের শিক্ষকরা তাকে নানাভাবে সহযোগিতা করেছেন। ২০১৭ সালে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখা জিপিএ ৪ দশমিক ৭৭ এবং এ বছর মীরবাগ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৩৩ পেয়ে উত্তীর্ণ হন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনে ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে (বি-ইউনিট) ১১৫১ তম ও (ডি-ইউনিট) ১১৩১ তম স্থান অর্জন করেছেন। জাকিরুল সমাজের বোঝা না হয়ে চালিকাশক্তি হতে চান। মৌখিক পরীক্ষায়ও উর্ত্তিন হয়েছি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা। কিন্তু এখনো জোগাড় হয়নি ভর্তি ফিসহ আনুষঙ্গিক টাকা।