কিশোরগঞ্জে পুলিশের সেমিনার

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জে সেমিনারে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) -যাযাদি
কিশোরগঞ্জ প্রতিনিধি উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এ সেমিনারের উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিলস্নুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, জেল সুপার মো. বজলুর রশিদ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহীন খান প্রমুখ। , জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।