চালুর দুই মাসের মধ্যেই অচল ৪৪ সিসি ক্যামেরা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় নিরাপত্তা ও অপরাধ দমনে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪৪টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের দুই মাসের মধ্যেই বেশিরভাগ ক্যামেরার সংযোগ তার (অপটিক্যাল ফাইবার কেবল) চুরি এবং কর্তৃপক্ষের অবহেলায় অচল হয়ে পড়েছে। এ সুযোগে উপজেলায় চুরি ও অপরাধ দিন দিন বাড়ছে। জানা যায়, উপজেলা পরিষদ নিরাপত্তার কথা চিন্তা করে ২০১৭ সালে আনোয়ারার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা ঘিরে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়। আনোয়ারা সদর, জয়কালীর হাট, ছাত্তার হাট, কালাবিবির দিঘির মোড়, সরকার হাট, বরুমচড়া রাস্তার মাথা, বরুমচড়া সেন্টার, চাতরী চৌমহনী বাজার, বন্দর সেন্টার, বটতলী রুস্তম হাট, জুঁইদন্ডি ও পারকী সৈকতসহ ১১টি স্থানে ৪টি করে মোট ৪৪টি সিসি ক্যামেরা বসানো ও নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়। কিন্তু ক্যামেরা লাগানোর দুই মাসের মধ্যেই এসব ক্যামেরা অচল হয়ে পড়ে। ফলে উপজেলায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলছে। গত দুই মাসে আনোয়ারার চাতরী, কালাবিবি দিঘির মোড়, বটতলী, বন্দর সেন্টারসহ বিভিন্ন এলাকা থেকে ১০টি মোটরসাইকেল চুরি হলেও উদ্ধার হয়নি একটিও। গত বৃহস্পতিবার বিকেলে চাতরী চৌমহনী বাজার থেকে ছিরাবটতলী এলাকার আবদুল ওদুদের কাছ থেকে ২ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় প্রতারক চক্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, উপজেলায় অপরাধ দমনে এ ক্যামেরা বিশেষ ভূমিকা রাখবে। দ্রম্নত এ সব ক্যামেরা সচল করতে তারা উদ্যোগ নেবেন।