হালালপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের অষ্টগ্রামের হালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শ্রেণিকক্ষ, খেলার মাঠসহ নানা সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৯৭৩ সালে বিদ্যালয় নির্মাণের জন্য দানবীর রাজ বিহারী দাস ৫০ শতাংশ ভূমি দান করেন। হালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৮ সালে উপজেলার শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয় এবং ২০১৫-এ স্কুলের প্রধান শিক্ষিকা খাদেম মিলাকে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবেও ঘোষণা করা হয়। জানা যায়, ৫ জন শিক্ষক থাকার কথা তাকলেও তার বিপরীতে রয়েছে ৪ জন। এর মধ্যে ১ জন রয়েছে ডি পি এড-এ বর্তমানে ৩ জন শিক্ষক দিয়ে চলছে পাঠদান, দুইতলা ভবনের স্কুলটি রয়েছে ৩টি শ্রেণি কক্ষ এবং এলাকাবাসীর পক্ষ থেকে প্রাক-প্রাথমিকের জন্য একটি কক্ষ দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, এত সংকটের মাধ্যমে শিক্ষকদের কারণে শুধু ভালো ফলাফল করছে। প্রধান শিক্ষক খাদেম মিলা জানান, তিনি যোগদান করার পর এই পর্যন্ত ৩১টি বৃত্তি পেয়েছে। বর্তমানে শিক্ষক, শ্রেণিকক্ষসহ নানা সংকট থাকলেও এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, হালালপুর স্কুলের শিক্ষক সংকট, শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সংকটের পরেও স্কুলটির শিক্ষক ও এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমের কারণে ভালো ফলাফল করছে। তিনি সকল সমস্যার সমাধানে আশস্ত করে বলেন, ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে তিনি আশাবাদী খুব দ্রম্নত এর সমাধান হবে।