ধামরাইয়ে মাটি কাটায় ঝুঁকিতে বিদু্যতের খুঁটি

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে ইট ভাটার মৌসুম শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়েছে বিভিন্ন স্থানে অবাধে মাটি কাটা। মাটি ব্যবসায়ীরা ভেকু মেশিন দিয়ে বিভিন্ন ফসলী জমির মাটি কেটে নিচ্ছেন। ভাড়ারিয়া ইউনিয়নে বিদু্যতের খুঁটির পাশ থেকে মাটি কাটায় হুুমকির মুখে পড়েছে ১১ হাজার ভোল্টের তার টানানো কয়েকটি খুঁটি। জানা গেছে, ধামরাইয়ে প্রায় দুই শতাধিক ইটের ভাটা রয়েছে। এসব ইট ভাটায় চড়ামূল্যে মাটি বিক্রির জন্য ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামের হিরা তার বাড়ির সামনে থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছেন। এতে ট্রান্সফরমারসহ দুটি বিদু্যতের খুঁটি ঝুঁকির মুখে পড়েছে। যে কোনো সময় খুঁটি ধসে প্রাণহানি হতে পারে। ভাড়ারিয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ জানান, কয়েকটি বিদু্যতের খুঁটি হুুমকির মুখে পড়বে বলে বার বার না করার পরও মাটি কাটছেন আইতাল হক ও তার ছেলে হিরা। গ্রামবাসীদের বাধা উপেক্ষা করে মাটি কাটায় খুঁটিগুলো ঝুঁকির মুখে পড়েছে। তাদের বিরুদ্ধে বিদু্যৎ অফিসের আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি। মাটি ব্যবসায়ী হিরা বলেন, প্রয়োজনে বিদু্যতের খুঁটির স্থানটি ভরাট করে দেয়া হবে।