বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধ করতে হবে :মোজাম্মেল

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন এমপি বলেছেন, সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধ করতে হবে। কারণ বিষ দিয়ে মাছ শিকার করায় ছোট মাছসহ সুন্দরবনের কীটপতঙ্গ চিরতরে শেষ হয়ে যাবে। এতে কাজ না হলে জলদসু্য দমনের ন্যায় বিষ প্রয়োগে মাছ শিকারিদের দমন করা হবে। সোমবার দুপুরে বেসরকারি সংস্থা উদয়ন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার আয়োজনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ প্রমুখ। , শরণখোলা উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান ফরাজি প্রমুখ।