সড়ক দুর্ঘটনা

মা-মেয়েসহ ছয়জন নিহত

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
নওগাঁ-রাজশাহী সড়কের সদর উপজেলার বটতলী এলাকায় সড়ক দুর্ঘটনার পর এলাকাবাসীর বিক্ষোভ করে -যাযাদি
নওগাঁয় ট্রাকচাপায় মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। অন্য দিকে নোয়াখালীর সোনাইমুড়িতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো খবর: নওগাঁ: নওগাঁয় রাস্তার পাশে গাড়িতে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি পরিবারের ওপর চলন্ত ট্রাকচাপায় মা ও দুই মেয়ের মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কে নওগাঁ সদর উপজেলার ডাক্তারের বাড়ির মোড়ের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, সকালে নিহত ও আহত ব্যক্তিরা গাড়িতে ওঠার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এ সময় নওগাঁ থেকে রাজশাহীগামী দ্রম্নতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা আদরী বেগম (৩৫) ও তার মেয়ে সম্পা (৬) মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত আদরী বেগমের বাবা আব্দুল জলিল (৬৫) ও আদরীর আরেক মেয়ে সুমিকে (৮) আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকোল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃতু্য হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা করা হয়েছে। নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের আরও এক যাত্রী আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আফানিয়া এলাকার ইন্টারম্যাক্স কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের টিপু, জাবেদ ও আলীপুর গ্রামের হারুন। অপর আহত যুবক সোনাইমুড়ি উপজেলার শাকিলপুর গ্রামের মাসুক। সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ জানান, চার যুবক একটি মোটরসাইকেলে করে বেগমগঞ্জ থেকে সোনাইমুড়ি উপজেলার বজরার দিকে যাচ্ছিলেন। আফানিয়া এলাকায় একুশে পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। একজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।